প্রতিষ্ঠানের ইতিহাস

চাপড়া, ধানতৈর, মিরাপাড়া, কালনা, তালন্দ উপর পাড়া,গোকুল , মধুরা সহ অত্র এলাকার খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা বাড়িতে থেকে বাড়ির পান্তা ভাত খেয়ে পায়ে হেঁটে এসে লেখাপড়া করে মাধ্যামিক শিক্ষা শেষ করতে পারে। সেই দিক লক্ষ রেখে গ্রামের জনাব, মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে ও জনাব, শ্রী হৃদয় চন্দ্র মন্ডল, জনাব মোঃ ফয়েজ উদ্দীন, জনাব মোঃ কছিমদ্দিন মাষ্টার, জনার,মোঃ ইসাহাক আলী মোঃ ইনসান আলী, খান , জনাব মোঃ নাজিমুদ্দিন, জনাব শ্রী সম্মনাথ সহ অত্র এলাকার সর্ব সাধারনের সাবিক সহযোগিতাই ১৯৯২ সালে চাপড়া উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। অতঃপর রাজশাহী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী কর্তৃক ৮ম শ্রেনী ও নবম শ্রেনী পর্যন্ত স্বীকৃতি লাভ করে। ১৯৯৬ সালে এই বিদ্যালয় থেকে প্রথম বারে ছাত্র /ছাত্রী এস, এম সি পরীক্ষায় অংশ গ্রহন করে। বর্তমানে অত্র বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী সহ মোট=১৯ জন স্টাফ কর্মরত রয়েছে এবং ৩৫০ জন ছাত্র/ছাত্রী অধ্যায়ন যত রয়েছে। বিদ্যালয়টিতে ০৮ কক্ষ বিশিষ্ট একটি ৪তলা একাডেমিক ভবন ও ০৯ কক্ষবিশিষ্ট টিন দ্বারা নির্মিত একটি সেমি পাকা ভবন রয়েছে। ছাস ছাত্রীদের জন্য একটি বিজ্ঞানাগার, একটি লাইব্রেরী, ও কম্পিউটার ল্যাব রয়েছে। বিগত জেএসসি ও এস,এস, সি পরীক্ষার ফল সন্তোষজনক এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি কর্মসূচীতে স্বতঃস্ফূন্তভাবে অংশগ্রহন করে থাকে। ২০২০ সালে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ কর এবং তদানিন্তন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিদ্যালয়টিকে চাপড়া সত্যবাদী উচ্চ বিদ্যালয় হিসেবে ঘোষনা করেন। হাটি হাটি পা-পা করে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ১ম পর্যায়ে অবস্থান করছে তার তার মধ্যে এই বিদ্যালয় অন্যতম। এই বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী ও শিক্ষক/ কর্মচারী সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষ গর্ববোধ করে থাকে |